হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চান্দবন্দ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ-পার্বত্যপুর গ্রামের মনিরুল মিয়া (৪৬) ও একই গ্রামের কাসিম উল্যার ছেলে কাছি উল্যাহ (৩৫)।
আজমিরীগঞ্জ থানার ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক চান্দবন্দ হাওরে সকাল থেকে ধান কাটছিলেন। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুই শ্রমিকের মৃত্যু হয়।